Breaking News
Home / জেলা সংবাদ / পলাশবাড়ী বিএনপির সম্মেলন উপরক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশবাড়ী বিএনপির সম্মেলন উপরক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি / পৌর বিএনপির সম্মেলনকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

২৮ ফ্রেব্রুয়ারী রাত ৯ টায় বগুড়া বাস স্টান সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালায়ে পলাশবাড়ী উপজেলা যুবদল এর সদস্য সচিব রাজু আহম্মেদ এর আয়োজনে পলাশবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে পলাশবাড়ী উপজেলা/পৌর বিএনপির সম্মেলন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত থেকে সম্মেলন সম্পর্কে গুরুত্ব পূর্ণ মতামত প্রকাশ করেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক আবু আলা মৌদুত(সম্ভব্য সাধারন সম্পাদক প্রার্থী),যুগ্ম আহবায়ক যথাক্রমে শহিদুল ইসলাম রাজা( সম্ভব্য সাধারন সম্পাদক প্রার্থী)জাহাঙীর আলম( সভাপতি প্রার্থী) মুকুল আহম্মেদ ( সভাপতি প্রার্থী) আন্জু প্রধান,( সাংগঠনিক সম্পাদক প্রার্থী) বিএনপি নেতা আজাহার ( সাংগঠনিক সম্পাদক প্রার্থী), যুগ্ম আহবায়ক ও পলাশবাড়ী পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ ( পৌর সভাপতি প্রার্থী) সদস্য সচিব মোশফেকুর রহমান রিপন ( সাধারন সম্পাদক) ও সিঃ যুগ্ম আহবায়ক ছাদেকুল ইসলাম রুবেল ( সাংগঠনিক সম্পাদক প্রার্থী)।আরও উপস্থিত ছিলেন ইউনিয়ান বিএনপি নেতা আঙুর,শিপন প্রমুখ।

About parinews