গাইবান্ধা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী তৌহিদুল ইসলাম মন্ডল। প্রতিক পাওয়ার পর হতে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার নির্বাচনী প্রচার প্রচারণায় স্থানীয় ভোটার নারী পুরুষসহ সকল বয়সের মানুষের উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার বিকালে মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর নির্বাচনী সমাবেশে মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার জান্নাতুন নবী রিপনের সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,মহদীপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শাহজালাল মন্ডল।
আরো বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মহদীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন। নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৮শত ৩২ জন। এদের মধ্যে নারী ভোটার ১৩ হাজার ৬ শত ৭৮ জন ও পুরুষ ভোটার ১৩ হাজার ১ শত ৫৪ জন।