
সাঘাটা,(গাইবান্ধা) প্রতিনিধিঃ
জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতো ,তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও বাস্তবায়ন হতো না । তার সততা ও দক্ষতার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে। সাঘাটা উপজেলা যুবলীগের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে যুবলীগ সভাপতি হারুন অর রশীদ হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম এর স ালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারন্সে এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি উপরোক্ত কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, বোনারপাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসেন , ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমূখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম মতিউর রহমান, এরপর কেক কাটা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।