Breaking News
Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুলছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফুলছড়ি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধার পলাশবাড়ী প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কমসূচির অংশহিসাবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে।

গতকাল শনিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড: ফজলে রাব্বী মিয়া এমপি’র কন্যা উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী’র নের্তৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদমিনার চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About parinews