
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃপ্রেসক্লাব গাইবান্ধার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা শহরের সার্কুলার রোডের বিসমিল্লাহ চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মো.খালেদ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পৌর সভার মেয়র মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,পৌরসভা ৬ নং ওর্যাডের কাউন্সিলর শহিদ আহমেদ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ওয়াহেদুজ্জামান। এছাড়া আমন্ত্রিত অথিতিরাসহ প্রেসক্লাব গাইবান্ধার সকল সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক সালাম আশেকী। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় প্রেসক্লাব গাইবান্ধার কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।