
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাৌগাইবান্ধার ফুলছড়িতে ছালুয়া ফজলে রাব্বি বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ্বনী কুমার বর্মন, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন কদ্দুছ, মাহাবুর রহমান, এটিএম রাকিবুর রহমান সুমন, প্রতিষ্ঠাতা শিক্ষক এস এম ইব্রাহিম আলী, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, শিক্ষার্থী লোপা ভট্টাচার্য ও আশা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম। পরে এসএসসি পরীক্ষার্থী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সুস্থতা কামনায় দোয়া করা হয়।এর পরে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।