Breaking News
Home / জেলা সংবাদ / ফুলছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ফুলছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার ফুলছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলনের সভাপতিত্বে ডিফেন্স সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ছয়ফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম,ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক প্রমুখ। পরে অতিথিদের অংশগ্রহণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‍্যালি করা হয়।

About parinews