Breaking News
Home / জাতীয় / ফুলছড়িতে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ফুলছড়িতে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে রোপা আমন ফসলের উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার ৭শ ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া জানান, খরিপ-২, ২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফুলছড়ি উপজেলার ৭শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে পটাশ ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে।

About parinews