Breaking News
Home / জাতীয় / ফুলছড়ির উড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ফুলছড়ির উড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বাষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের দলীয় নমিনী ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ।উড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আহসান হাবীবের সভাপতিত্বে সদস্য সচিব শহর আলী মোল্লার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক টুকু মিয়া, ইদুল হোসেন মাস্টার, সাইদুর রহমান ডিপটি, এইচ.এম সোলাইমান শহীদ, আশরাফুল আলম বিদ্যুৎ, ডাঃ হামিদুল ইসলাম, মিলন মিয়া, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম ও রবিন হাসান খাজা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম লিংকন, সদস্য সচিব শাহরিয়ার কবির পাভেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসেন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন প্রমুখ।

About parinews