ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হিজরা বন্ধু বিয়ে মেনে নিতে পারায় লিঙ্গ কর্তন করেছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ীর ছোট শিমুলতলা গ্রামে। উপজেলার আমলাগাছি হাট এলাকার অনন্তের ছেলে পদ্ম,র (৩৫) সাথে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বের সম্পর্ক তৃতীয় লিঙ্গের ভোলার সাথে। ভোলা নওদা গ্রামের নুরালমের সন্তান।

এরইমধ্যে বেশকিছু দিন আগে পদ্ম তার বন্ধু ভোলাকে না জানিয়ে বিবাহ করে যে বিয়ে ভোলা মেনে নিতে পারেনা বিধায় ১৪ ই ফেব্রুয়ারী সোমবার রাতে ভোলার নানার বড়ি ছোটো শিমুলতলা গ্রামে তার বন্ধুকে দাওয়াত করেন এবং খাবারের মধ্যে ঘুমের ঔষুধ মিশিয়ে আপ্যায়ন করেন। এর কিছুক্ষণ পর পদ্ম অচেতন হয়ে পরলে তার লিঙ্গ কর্তন করেন ভোলা!এরপর পদ্মে,র চিৎকার চেচামেচি শুরু করলে শিমুলতলা,র (কানি পড়া) গোলজারের ছেলে নয়ন এবং স্থানীয়রা সহোযোগিতায় চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং ভর্তি করান।
খবরপেয়ে ঘটনাটি পলাশবাড়ীর কর্তব্যরত থানা পুলিশ তাত্ক্ষণিক পরিদর্শন করেন।