স্পোর্টস ডেস্কঃ
লড়াইয়ে নামার আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের একটিই বার্তা, দলের মাঝে দেখতে চান জয়ের ক্ষুধা। ঠিক যেমন ছিল অজিদের বিপক্ষে সিরিজে।
মঙ্গলবার সিরিজপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে ফেভারিট প্রসঙ্গে মাহমুদউল্লাহ বললেন, ‘সবসময় বলি, টি-টুয়েন্টি ফরম্যাটটাই এমন, আপনি নিজেকে ফেভারিট ভাবতেও পারেন, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যান তাহলে আপনার জন্য নেতিবাচক হয়ে যায়। এই ফরম্যাটটা এমন, নির্দিষ্ট কন্ডিশন, উইকেট বিশ্লেষণসহ ভালো ক্রিকেট খেলার উদ্দীপনা থাকা দরকার। সেই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে, আমরা ইতিবাচকভাবে চিন্তা করতে পারলে, আমাদের জন্য ভালো সুযোগ থাকবে।’
‘ওরা যে দলই নিয়ে এসেছে, ওরা ভালো দল। তারা খুব শৃঙ্খল দল, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। আমাদের প্রথম বল থেকেই ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং ইতিবাচক মানসিকতা, যেটা অস্ট্রেলিয়া সিরিজে ছিল। যে ক্ষুধার্ত মনোভাব ছিল, সেই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাচগুলো খেলা উচিত।’
‘যেহেতু আমার জিম্বাবুয়ে সিরিজে ভালো খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজেও ভালো খেলেছি, ওটার ধারাবাহিকতা থাকা উচিত এবং ওভাবেই চিন্তা করা উচিত। তাহলে আমাদের জন্য ভালো হবে, ইতিবাচক ফল আনার ক্ষেত্রে।’