
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান মন্ডলের পুত্র শাহাদত হোসাইন (৩৫) এর বিকাশ নম্বর থেকে গত ২২ জুলাই বিকালে দশ হাজার টাকা বিকাশ প্রতারক চক্রের কাছে খোয়া যায়। এরপর টাকা ফেরৎ চেয়ে প্রতারক চক্রের কাছে অনেক কাকুতি মিনতি ও চেষ্টা করার পরেও কোন ফল না পাওয়ায় তিনি পলাশবাড়ী থানার শরনাপন্ন হলে,উক্ত বিষয়ের উপর একটি অভিযোগ পত্র গ্রহণ করেন পলাশবাড়ী থানা পুলিশ।
অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাহাদত হোসাইনের দশ হাজার টাকা উদ্ধার করে তার হাতে ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে তুলে দেন ওসি মাসুদ রানা ও ওসি তদন্ত রুপ কুমার সরকার।
এহেন মহৎ কাজের জন্য ভুক্তভোগী পলাশবাড়ী থানা পুলিশের ভুয়সী প্রশংসা করেছেন।