বিনোদনঃ
মুম্বাইয়ের একটি ক্লিনিকে যেতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। রোববার দুপুরে ফের সেই ক্লিনিকেই তাকে যেতে দেখা গেলো। এখন নেটিজেনদের অনেকেই জল্পনা শুরু করেছেন, বিয়ের আগে ক্যাটরিনা কেনো বারবার ক্লিনিকে যাচ্ছেন? পরে অবশ্য তার কারণটাও জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গত শুক্রবার ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল খাতায় কলমে বিয়ে সেরে ফেলেছেন। তারা ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে বিয়ে করেছেন বলে জানানো হয়েছে। তারপরে রাজস্থানের বিলাসবহুল হোটেলে ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সাড়ম্বরে বিয়ে হবে বলে জানা গিয়েছে। রাজস্থানের সওয়াই মাধোপুর জেলাশাসকের এক চিঠি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই চিঠিতে ‘ভিক্যাট’-এর বিয়ের জন্য বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ক্লিনিকে গিয়ে কিছু নিয়মমাফিক পরীক্ষা করিয়েছেন ক্যাট। পাশাপাশি নিয়মিত জিম করছেন। আর একটি ফিজিও ক্লিনিকেও যাচ্ছেন। অসুস্থতা নয়, ফিটনেস নিয়ে অধিক সচেতনতার জন্যই ক্যাটরিনাকে বারবার ক্লিনিকে যেতে দেখা যাচ্ছে বলে জানানো হয়।