Breaking News
Home / বিনোদন / বড়দিনে সাপের ছোবল হাসপাতালে সালমান খান

বড়দিনে সাপের ছোবল হাসপাতালে সালমান খান

দিন বাদে ২৭ ডিসেম্বর জন্মদিন বলিউডের ভাইজানের। দিনটিকে উদযাপন করতে তাই সপরিবারে মুম্বইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে ছুটে গিয়েছিলেন সালমান খান। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে সেখানেই সাপের ছোবল খান সালমান। সাথে সাথেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর আনন্দবাজার পত্রিকার।

সাপের ছোবল খেয়ে হাসপাতালে সালমান ছবি: সংগৃহীত

জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সাথে বাগানবাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান খান। এমন সময় হঠাৎ একটি সাপ এসে তার হাতে ছােবল দেয়। এরপর তড়িঘড়ি করে অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয় তাকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্থিতিশীল আছেন সালমান। তবে সাপটি বিষধর ছিল না।

মূলত, জন্মদিন কাটাতেই আপনজনদের নিয়ে খামারবাড়িতে গিয়েছিলেন সালমান। আগের বছরও নিজের জন্মদিন সেখানেই কাটান ভাইজান। তবে এবারে তার জন্মদিনের ঠিক আগেই এমন অপ্রত্যাশিত ঘটনায় কিছুটা থমকে গেছে সব আয়োজন।

About parinews