ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জুন) দুপুরে জেলা শহরের আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এসময় তারা ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগানদেন। মিছিল শেষে বিদ্যালয়ের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা, সবকালের শ্রেষ্ট মহামানব সকল মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার নুপুর র্শমা ও নাভিন জিন্দালের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেই সাথে নুপুর র্শমা ও নাভিন জিন্দালের কঠোর শাস্তির দাবি করে। সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।