
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা করতোয়ার বাঙ্গালী নদীর ভাঙ্গন রোধে নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জিওব্যাক ফেলে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ মে) মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে এ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এপি এম রেজাউর রহমান,মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান,গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ উপস্থিত ছিলেন।