
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে এই হত্যা মামলায় সম্পৃক্ত থাকায় রবিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে এই রকি হত্যা মামলায় এজাহার নামীয় দুইজনসহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান ও রবিনকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রউফ।