বিনোদনঃ
আগামী ২০ নভেম্বর থেকে একসাথে শুরু হতে যাচ্ছে হিরো আলমের দুইটি ছবির শ্যুটিং। বাবুল রেজা ও রাজু চৌধুরীর পরিচালনায় দুইটি ছবিরই প্রযোজনা ও মূলচরিত্রে হিরো আলম। সেইসঙ্গে দুটি ছবিতেই গান গাইবেন পশ্চিমবঙ্গের আলোচিত শিল্পী রানু মণ্ডল। আজ বৃহস্পতিবার যমুনা নিউজকে খবরটি নিশ্চিত করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এর আগে নিজ ফেসবুক পেজে রানু আলমের সাথে ভিডিওকলে কথা বলার একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানেই জানা যায়, লিরিক্স পাঠানো হয়েছে, এবার রেকর্ডিং হবে গানের! হিরো আলমের ঐ দুই ছবিতে একটি করে দুইটি গান গাওয়ার ব্যাপারে বুধবার চুক্তিও সম্পন্ন করেছেন রানু মণ্ডল।