ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা নতুন তালিকা ডিজি আই নং ১৮৪৫০৪ মোঃ আব্দুল খালেক আকন্দকে তালিকা হতে বাদ দেওয়ার জন্য ২৩ জন মুক্তিযোদ্ধার পক্ষে গাইবান্ধা জেলার ১১ নং সাব সেক্টর গেজেট নং ১৩৯৪ মো: শাহজাহান গত ২৬/০৪/২০২২ ইং তারিখে ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিবালয় ঢাকা এবং গত ১৬/০৫/২০২২ইং তারিখে গাইবান্ধা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ঢাকা ও মহা পরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ঢাকা বরাবরে একটি লিখিত আবেদন দিয়েছেন।আবেদন সূত্রে জানা যায়, ১১ নং সাব সেক্টর গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রকাশিত ডিজিআই নং১৮৪৫০৪ মোঃ আব্দুল খালেক আকন্দ, পিতা:মৃত: ইয়াকুব আলী আকন্দ, গ্রাম: সাঘাটা, ডাকঘর: সাঘাটা,উপজেলা : সাঘাটা জেলা গাইবান্ধা। সে মুক্তিযোদ্ধা নয় বলে আবেদনে উল্লেখ করা হয়। তার নাম ডিজিআই তালিকায় আশায় আবেদনকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আবেদনকারী প্রকৃত মুক্তিযোদ্ধারা।