গাইবান্ধার সাঘাটা থেকে মাজেদ মাজু
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাটি গ্রামের আব্দুল জলিল এর বাড়িতে আগুন লেগে ঘরবাড়ী, গরু, আসবাব পত্র, নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
বাড়ির মালিক গরু বাচাতে গিয়ে আগুনে পুড়ে আহত হয়ে সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার বোনারপাড়া ইউনিয়নে বাটি গ্রামের লালু প্রধানের পুত্র আব্দুল জলিলের বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক ১২.০০ ঘটিকায় গোয়ালঘর থেকে কয়েলের আগুনের সূত্রপাত ঘটে। মূহুত্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পরে ৩টি ঘর, ২টি গরু, চাল, আসবাবপত্রসহ নগদ ২০ হাজার টাকা আগুনে পুড়ে বশীভুত হয়।
এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিসাধিত হয়েছে।
জলিলের কন্যা জানান, আমার বাবার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরকারের সহায়তা কমনা করছি। জলিলের মা জানান আমার ছেলের করে খাওয়ার আর কিছুই থাকলো না সব পুড়ে ছাই হয়ে গেছে।