সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
টিকসই আগামীর জন্য, ‘‘জেন্ডার সমতাই অগ্রগন্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে গত মঙ্গলবার আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদৎ হোসেন মন্ডল, শ্রীমতি অনিতা রানী, ডাব্লিউ ডিপি নির্বাহী পরিচালক ফরিদ আহম্মেদ, মহিলা বিষয়ক অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।