Breaking News
Home / জেলা সংবাদ / সাঘাটায় ঐতিহ্য বাহী ভরখালী গো-হাটটি নানা সমস্যায় জরজরিত দেখার কেউ নেই।

সাঘাটায় ঐতিহ্য বাহী ভরখালী গো-হাটটি নানা সমস্যায় জরজরিত দেখার কেউ নেই।

paribartonnews24.com

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ-

গাইবান্ধা’র ভরতখালী গো-হাটটি দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জরজরিত। উপজেলার মুক্তিনগর ইউনিয়নে অবস্থিত ভরতখালী গো-হাটটি জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী । এই ঐতিহ্যবাহী গো-হাটে বিভিন্ন জেলা থেকে গরু ছাগল ক্রেতা বিক্রেতাদের এই হাটে বেচা কেনা করতে আসে। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাটে হাজার হাজার গরু, ছাগল, ট্রাক, ভটভটি সহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে কেনা বেচা করতে আসে । ঐতিহ্যবাহী এই গো হাটটি প্রায় ৪ কোটি টাকা দরে ইজারা নেওয়া হয়। সরকারের এই হাট থেকে লাখ লাখ টাকা রাজশ্ব থেকে আয় আসলেও হাটের কোন উন্নয়ন হয়নি। হাটের জায়গাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় পানি জমে কাদা সৃৃষ্টি হয়। এমতাবস্থায় গরু ক্রেতা বিক্রেতাদের চরম দূভোগ পোহাতে হচ্ছে। এছারাও হাটের কাউন্টার ঘর এবং সেট ঘর গুলো নষ্ট হয়ে যাওয়ায় যে কোন মহূর্তে দূর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্খা রয়েছে। হাট ইজারাদার আবু আনসার মিন্টু জানান, হাটের সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের কাছে মৌখিক ভাবে আবেদন করলেও অদ্যবধি তার কোন প্রতিকার মিলছে না । এ ব্যাপারে সংশিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

About parinews