সাঘাটা (গাইবান্ধা ) প্রতিনিধিঃ
দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিবাধ্য সামনে রেখে গত ১লা নভেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২১ ইং উদযাপন করা হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম. সত্তরঞ্জন শাহা, ক্যাশিয়ার নুরে আলম সজিব, যুব সফল আত্মকর্মী মোস্তাফিজুর রহমান, উদয়ন সাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন, আত্ম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ও শারমীন সুলতানা প্রমূখ। পরে সফল আত্মকর্মীর মাঝে সম্মাননা ক্রেস প্রদান, ৪জন যুবকে ঋণের চেক ও ১০০জন যুব-যুবতীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।