
সাঘাটা, (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধা’র সাঘাটা উপজেলা কচুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগে’র উদ্ধ্যেগে গত মঙ্গলবার কচুয়া প্রাথমিক বিদ্যালয় চত্তরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাঃ ফজলে রাব্বী মিয়া এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া ইউনিয়নর যুবলীগ সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, যুবলীগ নেতা ও কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক মাহাবুর রহমান লাভলু, জেলা ছাত্র লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা, যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, জরিফুল হাসান ,শাহাদুল ইসলাম, মাহতাব, লিটন, ফজলুল হক ,প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা খয়বর রহমান ও মাওলানা মোঃ আনছারী।