সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে গত বুধবার প্রানী সম্পদ অফিস চত্তরে প্রানী সম্পদ প্রদশনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ মেলার ফিতা কেটে উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেবা বেগম, ভেটেনারি সার্জেন ডাঃ আব্দুল মমিন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন প্রমুখ। বক্তব্য শেষে মেলার অংশ গ্রহনকারী ব্লাক বেঙ্গল জাতের ছাগল খামারী রাশেদা বেগমসহ অন্যান্য খামারীদের পুরস্কার বিতরণ করা হয়।