ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা পুলিশ সুপার জনাব মহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় সাঘাটা থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার,”বি” সার্কেল আবু লাইচ ইলিয়াচ জিকু এর সার্বিক তদারকিতে সাঘাটা থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ মতিউর রহমানএর সার্বিক তত্ত্বাবধানে এসআই গোলাম

মোস্তফা’ র নেতৃত্বে ও এস আই কামরুজ্জামান, এএসআই মামুন অর রশিদ সহ সাদুল্লাপুর থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গত( ৫ ফেব্রুয়ারী২০২২) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের মলম বাজার এলাকার একটি মাদ্রাসায় আত্মগোপনে থাকা ১বছর পূর্বের খুন মামলার পলাতক আসামী তানজিল আহম্মেদ (২২), পিতা- আমিনুল ইসলাম, সাং-দক্ষিন উল্যা,থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, গত ০৬/০১/২০২১ ইং তারিখ আসামি তানজিল আহমেদ তার আপন বোন আতিকা সুলতানাকে প্রেম ঘটিত কারনে গরু জবাই করা ছোরা দ্বারা গ্লানি কুপিয়ে খুন করে পালিয়ে যায়।
১ বছর আত্ম গোপনে থাকার পর তাকে বিশেষ কায়দায় গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। এবংগত ৬ ফেব্রুয়ারী সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।