সাঘাটা(গাইবান্ধা )প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১১নং সেক্টর যুদ্ধকালিন কোম্পানি কমান্ডার আলহাজ শামছুল আলম (৬৯) ইন্তেকাল করেছেন। ( ইন্না…….রাজেউন) । দীর্ঘদিন যাবৎ ঢাকা আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাজা মঙ্গলবার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তার মৃত্যুতে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী,বোনারপাড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান নাছিরুল আলম স্বপন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেন। ছবি সংযুক্ত