
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার সাঘাটা উপজেলা সৎস্য বিভাগের উদ্দ্যোগে গত ২৮ শে আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ/২০২১ ইং উদযাপন উপলক্ষে মৎস অফিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাজেদ মাজু, সাংবাদি আজহারুল ইসলাম, সাংবাদি আবু সাঈদ মন্ডল , সাংবাদিক সোলায়মান আলী, সাংবাদিক নুর হোসেন রেইন। সাংবাদিক আসাদ খন্দকার, সাংবাদিক আবু তাহের , সাংবাদিক জয়নুল আবেদীন , সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক মশিউর রহমান।
উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী হিমন সরকার, তাসনিসা জান্নাত মৌ, প্রমূখ। উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, মৎস্য চাষে অর্থনৈতিক ভাবে উন্নতির দিক থেকে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৪র্থ স্থান অধিকার করেছেন। মৎস্য চাষে যে, অধিক লাভ এ বিষয়ে বিভিন্ন বিষদ ব্যাখ্যা তুলে ধরেন। তিনি উপজেলার মানুষকে মৎস্য চাষে উদ্ভদ্ধ করার জন্য সাংবাদিকদের আহবান জানান ।