Breaking News
Home / জাতীয় / সাদুল্লাপুরে মেয়ের বিয়ের প্রস্ততি নিতে গিয়ে নিজেই বিয়ে করলেন

সাদুল্লাপুরে মেয়ের বিয়ের প্রস্ততি নিতে গিয়ে নিজেই বিয়ে করলেন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্যাপুরের  ধাপের হাটের আলোচিত সেই বোয়ালীদহ গ্রামের জহুরুল ইসলাম (৫০) মেয়ের  বিয়ের জন্য গচ্ছিত সোনার  গহনা, সহ প্রায় দু’ লাখ টাকার মালামাল নিয়ে  পালিয়ে গিয়ে নিজেই ২য় বিয়ে  করে ফেলেছে । এ ঘটনায়  ১ম স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে থানায় একটি জিডি করেছে(যাহার নং ৭২৭)।   জহুরুল ইসলাম সবার অজান্তে  ঘর থেকে মেয়ের বিয়ের  সোনার গহনা, টাকা ও ১টি অটো ভ্যানসহ প্রায় ২লাখ টাকার  মালামাল নিয়ে পালিয়ে  রহিমা বেগম নামের এক মেয়েকে  বিয়ে  করে ফেলেছে। রহিমা পীরগন্জের খেজদমত পুর গ্রামের বাসিন্দা। এদিকে জহুরুল ১ম স্ত্রীর অনুমতি ছারা ২য় বিয়ে করায় মামলার প্রস্ততি নিচ্ছে হাসিনা। ঘটনাটি এলাকায় হাস্য রসের খোরাক হয়ে মানুষের মুখে মুখে ভাসছে। 

About parinews