ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একবারপুর মৌজায় বিশ্ব রোড সংলগ্ন একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষা অবৈধ ইট ভাটা..প্রশাসন নিরব। গতবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষা অবৈধ ইট ভাটাটিতে ৮ লাখ জরিমানা করে এ ভাটাটি বন্ধ করার জন্য বলা হয়েছিল।

অথচ মালিকানা বদল হয়ে ওই এলাকার বাসিন্দা ওই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সজীব মিয়া রহস্যজনক কারনে ও অজ্ঞাত খুঁটির জোরে বীর দর্পে চালিয়ে যাচ্ছেন ইট ভাটার সকল কার্যক্রম। তবে স্কুল চলাকালীন সময়ে অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ে পাওয়া গেলেও ওই ইট ভাটা ব্যবসায়ী ও শিক্ষক মোঃ সজীব মিয়ার দেখা না পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী,শিক্ষক, এলাকাবাসী, পথচারী ও যাত্রীরা ধুলোবালিতে মাখামাখি হচ্ছে। আর ধুলোবালি নাকে মুখে ঢুকে পড়ায় সকল শ্রেণিপেশার মানুষ শ্বাস কষ্ট সহ নানা জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।
এব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন অভিজ্ঞ মহল।