
পাঠান ও ডানকি ও জাওয়ান— শাহরুখ খানের এ তিন সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৩ সালে। গতকাল শুক্রবারই (৩ জুন) আসে এ নিয়ে ঘোষণা। সদ্য প্রকাশিত জাওয়ানের টিজার ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ভক্তদের মাঝে। তাতে যুক্ত হয়েছেন সালমান খানও।
ইনস্টাগ্রামে জাওয়ানের টিজার শেয়ার করে বলিউড ভাইজান লেখেন, ‘আমার জাওয়ান ভাই রেডি আছে।’ যা নিয়ে দুই খানের ভক্তদের মধ্যেও উন্মাদনা চোখে পড়ার মতো। জওয়ানের টিজার শেয়ার করার জন্য সালমান খানকে আবার ধন্যবাদ জানিয়েছেন সিনেমাটির পরিচালক অ্যাটলি কুমার।
শাহরুখ-সালমান খানের পুরনো বন্ধুত্ব ফের ফিরে এসেছে। বহু জায়গায় দুই তারকাকে এক জায়গায় দেখা যায়। সালমান খানের সিনেমা টিউবলাইটে ক্যামিও করেছিলেন কিং খান। এমনকি সালমানের অনন্য সিনেমার প্রশংসাও শোনা গেছে বলিউড বাদশার মুখে। আর শাহরুখের জাওয়ান নিয়ে সালমানের প্রশংসা যে এই বন্ধুত্বেরই অংশ তা আর বলার অবকাশ রাখে না।