Breaking News
Home / জেলা সংবাদ / সুন্দরগঞ্জে গলায় কাপড় পেঁচনো লাশ উদ্ধার

সুন্দরগঞ্জে গলায় কাপড় পেঁচনো লাশ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের ৪ নং বেলকা ইউনিয়ানের ৪ নং ওয়ার্ডের লাল চামার নদীতে গলায় কাপড় পেঁচনো লাশ উদ্ধার। ১৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত হলেন,গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের ছেলে সিহাব( ১৫)।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, গতকাল রাত থেকে সিহাব নিখোঁজ।  অনেক খোঁজা খুঁজির পর আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় গলায় কাপড় পেচানো অবস্থায় লাল চামার নদীতে মৃত অবস্থায় পাওয়া  তাকে দেখা যায়।
লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে সুন্দরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধর করে লাশটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তবে হত্যার কোন রহস্য খুঁজে পায়নি থানা পুলিশ।
নিহতের বিষয়টি সুন্দরগঞ্জ থানা পুলিশ নিশ্চত করেন।

About parinews