ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামে মটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত।২৫ ফ্রেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতর উক্ত ইউনিয়ানের ফতেখা গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী মিছিরান বেগম (৮২)।প্রত্যক্ষদর্শীরা জানান, জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা ভায়া রংপুর আঞ্চলিক মহাসড়কের ছাইতানতলা বাজারের পূর্ব পাশের্^ পূর্ব বৈদ্যনাথ এলাকার ধলার ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনার শিকার হন মিছিরান বেগম। এসময় একটি দ্রুতগামী মটরসাইকেল মিছিরান বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে থানার এসআই রাফায়েত হোসেন লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি জানান, এ ঘটনায় নিহত মিছিরান বেগমের নাতী দুলু মিয়া লিখিত এজাহার করেছেন। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইউক্রেনে রাশিয়ার ভয়ংকর হামলা হামলার মুখে। ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ Ukraine Russia War