
কলকাতার বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন, জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। টলিউডের তারকাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নুসরতের প্রশংসা করেছেন তসলিমা নাসরিনও।
এদিন ফেসবুকে একটি কথোপকথন শেয়ার করেছেন তসলিমা। তার মাধ্যমেই নিজের মত জানিয়ে দিয়েছেন। বাংলাদেশি লেখিকা পোস্টে লিখেছেন, বাচ্চা মানুষ করতে গিয়ে অনেকের জীবন নাশ হয়ে যায়। বাচ্চা তো যে কেউ হওয়াতে পারে, মানুষ করতে ক’জন পারে! মানুষ করতে পারলে কুলাঙ্গারে দুনিয়া এত ভরা থাকত না। নিজের এই পোস্টের শেষেই তসলিমা লেখেন, নুসরাত প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসী-বাঁদি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভালো মানুষ করবে, এ আমার বিশ্বাস।