Breaking News
Home / জাতীয় / সৌদিতে করোনা সনদ জালিয়াতির অভিযোগে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
সৌদিতে করোনা সনদ জালিয়াতির অভিযোগে  ৪ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদিতে করোনা সনদ জালিয়াতির অভিযোগে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

রিয়াদ মুখপাত্র

সৌদি আরবে ভূয়া করোনা সনদ (পিসিআর) তৈরি ও বিক্রির সাথে সংশ্লিষ্টতার জন্য ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল কেরাইদিস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে অপারেশনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করতে সামর্থ্য হয়। গ্রেপ্তারকৃতদের আবাসনে জাল সনদ তৈরির উপকরণ পাওয়া যায়।

আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র।

সৌদি আরবে যেকোন ধরনের জালিয়াতি একটি গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

About parinews