
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৩৬ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বয়স্ক নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা জানায়, গাইবান্ধা জেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে একটি শয্যাও খালি নেই। বাধ্য হয়ে হাসপাতালের মেঝে,বারান্দায় চিকিৎসা নিচ্ছে আক্রান্ত শিশুসহ বয়োবৃদ্ধরা।গাইবান্ধা জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিহাব মো. রেজওয়ানুর রহমান বলেন, জনবল কম থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় ঘাটতি হচ্ছে । তবে নানা সীমাবদ্ধতার মধ্যে রোগীর চাপ বেশি হলেও স্বাস্থ্যসেবার ঘাটতি নেই।
তিনি আরও বলেন, সবাই যদি সচেতন হয় এবং পরিষ্কার পরিছন্ন থাকে তা হলে হাসপাতালের পরিবেশ ভালো থাকবে। সেই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসবে।
গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে শিশুসহ ৩৯০ জন রোগী চিকিৎসা নিয়েছে। গত ১৪ এপ্রিল ডায়রিয়া আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয় এই হাসপাতালে।